রেলওয়েকে যাত্রীবান্ধব করা হবে: রেলমন্ত্রী

Passenger Voice    |    ০৪:৪২ পিএম, ২০২৪-০২-১৭


রেলওয়েকে যাত্রীবান্ধব করা হবে: রেলমন্ত্রী

বিশ্বে রেলওয়ে অনেক এগিয়েছে। আমরাও সে পথে হাঁটছি। তাই নতুন নতুন রেলপথ স্থাপন ও সেবার মান বাড়িয়ে রেলওয়েকে যাত্রীবান্ধব করা হবে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায়  সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন কালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী জিল্লুর হাকিম।

রেলমন্ত্রী বলেন, রেলের বেহাত হওয়া জমি দুর্বত্তদের কবল থেকে দখলমুক্ত করা হবে। সঙ্গে সৈয়দপুর রেলওয়ে কারখানার আধুনিকায়নে সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছেন। রেলকেও স্মার্ট ও দক্ষ জনবল দ্বারা সাজানো হবে। শিগগিরই শূন্যপদে নিয়োগ প্রদানসহ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

মন্ত্রী বলেন, এ কারখানায় অবসর জনিত কারণে দিনদিন জনবল কমেছে। ২ হাজার ৮ শত ৫৯ জনবলের বিপরীতে কাজ করছেন ৮৬০ জন। একই অবস্থা বিরাজ করছে রেলওয়ে সেতু কারখানাতেও। অথচ অতীতে এ কারখানায় রেলসেতুর গার্ডার তৈরি হতো। তাই সেতু কারখানাকে আগের অবস্থায় ফেরাতে আন্তরিকভাবে কাজ করছি। 

শুধু তাই নয়, রেলওয়ের সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য চেষ্টা করছি। এর আগে রেলমন্ত্রী কারখানার ২৯টি শপ (উপ-কারখানা) পরিদর্শন করেন। সেখানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

রেলপথ মন্ত্রী জিল্লুর হাকিম দায়িত্ব পাওয়ার পর এটি ছিল এ কারখানায় প্রথম সফর। এর আগে মন্ত্রী সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান, জাতীয় শ্রমিক লীগ সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাক গোলাম বারি,  রেলওয়ে পোষ্য সোসাইটি সৈয়দপুর রেলওয়ে জেলা শাখার সাধারণ সম্পাক আব্দুস সবুর আলম, সভাপতি লিমন সরকার, ফরিদপুর সমিতি, কারিগরি পরিষদসহ সকল ট্রেড ইউনিয়নের নেতৃবর্গগণ অভিনন্দন জানান।

এরপর রেলপথ মন্ত্রী মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কারখানায় স্থাপিত অদম্য স্বাধীনতায় শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ে মহাপরিচালক কামরুল হাসান, রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর ব্যাবস্থাপনা পরিচালক অসিম কুমার তালুকদার, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম, প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই, পশ্চিম) মুহম্মদ কুদরত-ই খুদা, কারখানার বিভাগীয় তত্বাবধায়ক সাদিকুর রহমান, ওয়ার্কস ম্যানেজার শেখ হাসানুজ্জামান, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুরসহ রেলওয়ের অন্যন্য কর্মকর্তারা।